January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 7:31 pm

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সাধারণ সম্পাদক লিলি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২০০২ সালে সংগঠনটির প্রতিষ্ঠাকালে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়।

২০০৪ সালে অনুষ্ঠিত সংগঠনের প্রথম কাউন্সিলে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়।

১৩ বছর পর ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের দ্বিতীয় কাউন্সিলে ফের নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়।

ছবির ক্যাপশন-যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

—-ইউএনবি