নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর মহানগরীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার খটখটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আফছারুল ইসলাম খট্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান তরু। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের মনোনীত তিন প্যানেল মেয়রের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। গত বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহদয়ের কার্যালয়ে প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলাম ও প্যানেল মেয়র-৩ মোছাঃ জাহেদা আনোয়ারীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতৃবৃদ। এ সময় তারা সদ্য মনোনীত প্যানেল মেয়রদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম ইল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম, বাজার শাখার প্রধান হাসান গোর্কি, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জাহান প্রমূখ ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত