January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 5:41 pm

রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচিতে শেখ রাসেল ৫৮তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, রংপুুর :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে । বুধবার দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ০৯.৩০ টায় পাবলিক লাইব্রেরি চত্বরে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিভাগীয় প্রশাসন, রংপুর এর পক্ষে শুরুতেই পুস্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম । এর পর রংপুর সিটি কর্পোরেশন পুস্পস্তবক করেন মো: মোস্তাফিজার রহমান মোস্তফা,রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজিমো: মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, মো: সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী প্রমূখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বেরোবি জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, রোভার স্কাউটস, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুস্পস্তবক অর্পণ করেন। সকালে জিলা স্কুল থেকে একটি বর্নঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে ।বিবসটি উপলক্ষে ফ্রি মেডিকেল চেকআপ ,ডায়াবেটিক পরীক্ষা করে রংপুর ডায়াবেটিক সমিতি ।