January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 28th, 2024, 3:40 pm

রংপুরে বেকার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, রংপুর:

বাংলাদেশ এক্সক্যাডেটস এসোসিয়েশন (বেকা) এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী রংপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বস্ত্র বিতরণের মধ্যদিয়ে পালিত হয়েছে ।
বেকা রংপুর ইউনিটের বুধবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে এই কার্যক্রম শুরু হয় এবং ১০:৩০ মিনিট পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর চেকপোষ্ট, আরকে রোড, গোল চত্বর,ক্য্ন্টমেন্ট স্কুল ও কলেজের সামনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ করা হয় ।কার্যক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা ও চা চক্রের মাধ্যমে সকালের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেকা রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক আহসানুর রহমান মিথুন, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহফুজ আলম সহ অন্যান্য সদস্য বৃন্দ।