নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) হনুমানতলা ব্রীজ থেকে চিকলী পার্ক গেট পর্যন্ত আরসিসি রাস্তা ঢালাই, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ ৩কোটি ১৯লাখ টাকার ব্যয়ে শুরু করেছেন রসিক।
গতকাল মঙ্গলবার দুপুরে আরসিসি রাস্তা ঢালাই কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
লোকাল গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং ডির্পামেন্ট কোভিড-১৯ (এলজিসিআরআরপি) আওতায় ৩কোটি ১৯লাখ টাকা ব্যায়ে, ৪শ ৫৫ মিটার রাস্তা আরসিসি ঢালাই, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন রসিক ।
এ সময় উপস্থিত ছিলেন রসিক সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু ও ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান শাম্মী বিল্ডার্স এর প্রোপাইটার শাহ জামাল বাপ্পিসহ স্থানীয় সূধীজন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত