January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 5th, 2022, 9:05 pm

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ছবি: সংগৃহীত

রংপুর নগরীর সারেয়ারতলে মাহিগঞ্জ-পীরগাছা সড়কে একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও দুইজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন হলেন- পীরগঞ্জ উপজেলার অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৭) ও শাহজাহান মিয়া (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।

তিনি বলেন, পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে বলেও জানান ওসি।

—ইউএনবি