রংপুর নগরীর সারেয়ারতলে মাহিগঞ্জ-পীরগাছা সড়কে একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও দুইজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন হলেন- পীরগঞ্জ উপজেলার অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৭) ও শাহজাহান মিয়া (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।
তিনি বলেন, পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী