রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে বলে মন্ত্রব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রওশন এরশাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রওশন এরশাদ আমাদের ভাবী, তিনি আমাদের বড় ভাইয়ের স্ত্রী। ছোটবেলা থেকেই আমরা আমাদের বড় ভাইকে বাবার মতো ভাবতাম, একইভাবে রওশন এরশাদকে আমরা ছোটবেলা থেকেই মাতৃতুল্য ভাবতাম।
‘আমি তার সঙ্গে কখনও বিরোধ করিনি এবং আমাদের এখনও কোন বিরোধ নেই। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে। অনেক বিবৃতি দেওয়া হচ্ছে, এবং আমার জানামতে, তিনি ইচ্ছা করে সেসব বিবৃতি দিচ্ছেন না।’
ভারত সফর শেষে বুধবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কিছু লোক জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জিএম কাদের।
পার্টির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি যাতে শক্ত হয়ে দাঁড়াতে না পারে সেজন্য আমাদের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। তারা প্রমাণ করতে চায় জাতীয় পার্টির শক্তি নেই, দলে ঐক্য নেই। ষড়যন্ত্রকারীরা দল নিয়ে নেতা-কর্মী ও দেশবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
জিএম কাদের বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। আমি মনে করি যারা এটা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’
পরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুর্বল করতে চায়।
এদিকে, তার ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি বলেন, ভারত সরকারের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। ‘আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা করেছি।’
বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
জিএম কাদের বলেন, ‘ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনের আগে ও পরে কোনো সহিংসতা না হলে তারা খুশি হবে। এ দেশে ভারতের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, তাই তারা এখানে শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছেন।’
বাংলাদেশের প্রধান দলগুলোর মধ্যে রাজনৈতিক অচলাবস্থার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ভারত এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে।
তিনি বলেন, ‘তবে তারা চায় আমরা সংলাপের মাধ্যমে সংকটের সমাধান করি।’
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি