রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার সন্দেহভাজন ৪৪ সদস্যকে পৃথক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সদস্যকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার রাঙ্গামাটির একটি আদালত এই আদেশ দেন।
পুলিশ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৪৯ সদস্যকে আদালতে হাজির করা হলে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণা কোমল এ আদেশ দেন।
আগের দিন কড়া নিরাপত্তার মধ্যে জঙ্গিদের আদালতে তোলা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে সম্প্রতি জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া ও কেএনএফ এর ৫০ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল