January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 7th, 2022, 8:42 pm

রাজধানীতে আটক ৩, ইয়াবা জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা পিল জব্দ করা হয়েছে। রবিবার এ দাবি করেছে র‍্যাব।
আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের আবদুর রহিমের ছেলে আমিনুল ইসলাম (২৬), বান্দরবনের সৈয়দ শাহজাদার ছেলে নুরুল ইসলাম (৪৮) এবং চট্টগ্রামের আবুল কাশেমের ছেলে হেদায়েত উল্লাহ (২০)।
র‌্যাব সদরদপ্তরে ব্রিফিংকালে এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের ফুয়েল ট্যাঙ্কে রাখা ৫ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা পিল উদ্ধার করে।’
পরে এ ঘটনায় তিনজনকে আটক করে এলিট ফোর্স।

—ইউএনবি