রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চোরাচালান চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর লালবাগ, ভাটারা ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এনামুল মোল্লা (৩৫), এনামুল হক ওরফে এনাম (৪৭), বকুল চৌধুরী (২৪), শরীফ আহমেদ ওরফে কালু (৪০), বিল্লাল হোসেন (২৮), ইকবাল হোসেন ওরফে পলাশ (৩৪) ও ইকবাল খান (৩২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশসহ তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বারিধারা,মহাখালী ও ধোলাই খাল এলাকায় বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ চুরি ও মোটর যন্ত্রাংশের দোকানে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় পল্টন থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি