অনলাইন ডেস্ক :
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটের দিকে রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে ১১ তলা বিশিষ্ট রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগে এবং দ্রুতই তা ভবনে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। ‘আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, রাহাত টাওয়ারের টপ ফ্লোর থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। তা দেখে ভবনে থাকা অনেক লোক তাড়াহুড়া করে নিচে নেমে আসেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২