ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টা ৫২ মিনিটের দিকে বিস্ফোরণের পর তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দমকল বাহিনী পৌঁছানোর আগেই আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বেলা ১১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
—-ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ