রাজশাহী রেল স্টেশনের মূল ফটকে দুটি ককটেল রেখে গেছে দুর্বৃত্তরা। এতে সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পরলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেগুলো নিস্ক্রিয় করেছেন।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে প্রহরীদের অগচরে স্টেশনে ককটেল দুটি রেখে চলে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা ককটেল সাদৃশ্য এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটায় মোড়ানো ককটেল উদ্ধারের বোম ডিসপোজাল টিম আসে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে।
পরে রাত সাড়ে ১০টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করে বোম ডিস্পোজাল ইউনিট।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার