রাজশাহী নগরীতে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাত (২১ নভেম্বর) ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, সোমবার রাতে নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের ‘শোভন এন্টার প্রাইজ’ নামের একটি ট্রাক নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নং দোকানের সামনে রেখে যান।
তিনি আরও জানান, দিবাগত মধ্যরাত ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ট্রাকটির চালকের কেবিন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করা গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার