অনলাইন ডেস্ক :
গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে রানির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন তিনি। এর মধ্যে দীর্ঘদিন ছিলেন অন্তরালে। গত বছর অক্টোবর থেকেই ভেঙে পড়তে শুরু করে তার স্বাস্থ্য। মাঝে খবর মিলেছিল হাঁটাচলাও বন্ধ হয়ে গেছে। গুরুতর অসুস্থ রানির জন্য উদ্বিগ্ন ছিল গোটা ব্রিটেন। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্রনেতারা শোকপ্রকাশ করেছেন রানির মৃত্যুতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তি কামনা করেছেন তারকারাও। আর সেটা করতে গিয়েই সমালোচনার শিকার হলেন শুভশ্রী। শুভশ্রী গঙ্গোপাধ্যায় রানি এবিজাবেথের তরুণ সময়ের একটা ছবি শেয়ার করেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে এই পোস্ট সেভাবে ভালো লাগেনি নেটিজেনদের। ভারতের ওপর ব্রিটিশ শাসন টেনে এনেছেন তাঁরা। সঙ্গে কোহিনূর প্রসঙ্গও। একজন লিখলেন, ‘বোঝা যাচ্ছে মন থেকে দাসত্ব এখনো ঝেড়ে ফেলতে পারেননি। ‘অপরজন লিখেছেন, ‘যদি মারা যাওয়ার আগে কোহিনূর ফেরত দিয়ে যেত, তা-ও বুঝতাম আপনার এই পোস্টের গুরুত্ব আছে। সবাই যে কেন এত ন্যাকামো করছে, কে জানে!’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব