দিনাজপুরের রানীরবন্দরে এক কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার চিরিরবন্দরের ১নম্বর নশরতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ওয়েসিস স্কুলের পিছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত কিশোরী আইরিন আক্তার আলো (২০) চিরিরবন্দরে রানীরবন্দরের নদী পাড়ের বাসিন্দা আলম হোসেন কসাইয়ের মেয়ে।
পরিবার ও স্বজনরা জানান, রবিবার রাতে মায়ের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিল আইরিন। কিন্ত্র মধ্যরাত থেকে সে ঘরে ছিল না। এ সময় তার মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। রাত আড়াইটা থেকে সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে খবর আসে বাড়ির পাশে পাকা ড্রেনে আইরিনের লাশটি পরে আছে।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক নুর আলম বাবু জানান, চিরিরবন্দরের ১ নম্বর নশরতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের পূর্বপাশে ওয়েসিস স্কুলের পিছনে ড্রেনের মধ্যে হাত বাঁধা অবস্থায় আইরিনের লাশটি উদ্ধার করেছেন তারা। লাশ পড়ে ছিল বাড়ি হতে প্রায় একশ’ গজ পূর্বে বাঁশ ঝাড়ের ড্রেনে।
তিনি জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তে লাশ আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা করা হচ্ছে ধর্ষণ ও হত্যার শিকার হয় আইরিন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, সম্ভাব্য কারণ আমলে নিয়ে হত্যার কারণ এবং হত্যায় জড়িতকে চিহ্নিত করতে তদন্ত শুরু করেছেন তারা।
দ্রুতই অপরাধী ধরা পড়বে বলে আশা করা যাচ্ছে বরেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী