নিজস্ব প্রতিবেদক, রামগড় :
মহানবী হযরত মুহাম্মদ(স.)কে নিয়ে ভারতের বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জীন্দালের অমাননাকর ও অশালিন মন্তব্যের প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে শান্তিপূর্ণ ভাবে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জুন) জুমা নামাজের পর পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লী মিছিল নিয়ে রামগড় পৌর শহরে জড়ো হয়। এতে পুরো রামগড় শহর জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে- শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আকাশ বাতাস। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় ঈদগাঁ মাঠে বিরাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাবুনগর জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার মহাদ্দিস মুফতি মীর হোসাইন, রামগড় কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল হক, কোর্ট মসজিদের খতিব মাওলানা মো: আখতার হোসাইন জিহাহি, বলিপাড়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হোসাইন, ফেনীরকুল নুরুল কুরআন ইসলামি একাডেমির পরিচালক মাওলানা দেলোয়ার, উত্তর গর্জনতলী জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ, রামগড় সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই নিজামী, কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহিব, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ জুনাইদ বিন সাঈদ, কালাডেলা ইসলামীয়া মাদ্রাসার মুহতামিন মাওলানা ইমাম উদ্দিন আজিজী। সমাবেশ পরিচালনা করেন আব্দুল হান্নান মনসুর প্রমুখ।
সমাবেশ থেকে দাবি জানানো হয়, মহানবী(স.)কে অবমাননাকারী বিজিপির ওই দুই নেতা নুপুর ও নবীন জিন্দালের ফাঁসি দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জীন্দালের কুশপুত্তলি দাহ করা হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২