January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:03 pm

রিয়ালের সবশেষ ব্যর্থতাই লিভারপুলের প্রেরণা

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের ওঠা মানেই যেন তাদের শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির নামকরণ চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর থেকে যে তাই হয়ে আসছে। সবশেষ এই মঞ্চে তারা কবে হেরেছিল? প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে লিভারপুলের প্রেরণার রসদ। রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল প্যারিসে এবারের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুলের। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এটা তাদের ১৭তম ফাইনাল। আগের ১৬ ফাইনালের মাত্র তিনটিতে হেরেছে তারা। সেগুলোর সবই ‘ইউরোপিয়ন কাপ আমলের’। তারই সবশেষটি ১৯৮০-৮১ মৌসুমের ফাইনালে। সেই ম্যাচটিও হয়েছিল প্যারিসে, যেখানে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল লিভারপুল। ওই হারের পর ফাইনালের তেতো স্বাদ ভুলে গেছে মাদ্রিদের দলটি। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর সাতবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে পারবে দলটি? নাকি চার দশক আগের প্যারিসের সেই সুখম্মৃতিকে প্রেরণায় রূপ দিয়ে সপ্তমবারের মতো ইউরোপ সেরা হওয়ার উৎসবে ভাসবে ছয়বারের চ্যাম্পিয়নরা? উত্তর মিলবে শনিবার, বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এরপরও অবশ্য একবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। ২০১৭-১৮ আসরের ফাইনালে লিভারপুলকে হারিয়ে সবশেষ এর শিরোপা জেতে রিয়াল। মুখোমুখি হয়েছিল গতবার কোয়ার্টার-ফাইনালেও। সেবারও তাদের হারিয়ে দেয় কার্লো আনচেলত্তির দল। আসছে লড়াইটি লিভারপুলের জন্য অনেক হিসাব মেলানোর সুযোগও।