অনলাইন ডেস্ক :
গেটআপ, গান, সিনেমাটোগ্রাফি, কনসেপ্ট ও লোকেশন- সবমিলিয়ে মাত্র ৫৩ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে অন্যরকম এক টান টান উত্তেজনা ছড়িয়ে দিলেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। বৃহস্পতিবার দিনগত রাতে উন্মুক্ত হলো এই জুটির প্রথম ওয়েব ফিল্ম ‘টান’ টিজার। যেখানে সিয়াম-বুবলীর উপস্থিতি দর্শকদের রুদ্ধশ্বাস পরিস্থিতির দিকে টেনে নেয়। স্পষ্ট হওয়া মুশকিল- কি ঘটতে যাচ্ছে তাদের জীবনে। টিজারের পুরোটাজুড়ে প্রভাব ফেলেছে একটি ব্যতিক্রমী গান। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। কথাগুলো এমন- পাপ করে কে? পায় কে শাস্তি?/ কে যে ধরে কার কান/ লাভ নাই এত্ত ভাবনা ভাইবা/ সব ভুইলা জোরে মার টান। রায়হান রাফি পরিচালিত ‘টান’ সিনেমাটি চিত্রনায়িকা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। ‘টান’-এর প্রেক্ষাপট প্রসঙ্গে নির্মাতার বয়ান এমন, অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টোনা-টুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান। এতে অবনী চরিত্রে আছেন বুবলী আর রাশেদ হলেন সিয়াম। নির্মাতা জানান, ছবিটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত