January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 8:47 pm

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চুল্লি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের চুল্লি থেকে পড়ে তুষার আহমেদ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে অসাবধানতাবশত চুল্লির ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহত শ্রমিক তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও একটি শিশুসন্তান রয়েছে। তিনি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, বুধবার ভোরের দিকে তুষার প্রায় ১০ তলা উচ্চতার চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবশত ছিটকে পড়েন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসক রামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

—ইউএনবি