খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে ১টার দিকে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
রুপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মো. নুরুল ইসলাম শেখ জানান, মোংলা বন্দর থেকে সার ভর্তি করে এম ভি থ্রি লাইট-১ কার্গো নওয়াপাড়ায় যাচ্ছিল। খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা খেয়ে ডুবে যায়।
তিনি আরও জানান, এই কার্গোতে জাহাজের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। তাদের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন