অনলাইন ডেস্ক :
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে আগে পাঁচবার অংশ নিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসর। তবে কখনোই ফাইনালে টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি তারা। এবারের আসরে সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ফাইনালে জায়গা করে নেয় সৌদি ক্লাবটি। আর দলকে প্রথমবার ফাইনালে তুলেই শিরোপা উপহার দিলেন রোনালদো। শনিবার কিং ফাহাদ স্টেডিয়ামে রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় আল নাসর। সেইসঙ্গে সৌদিতে নিজের প্রথম শিরোপার দেখা পেয়েছেন সিআর সেভেন। ফাইনালে ম্যাচের ৫১ মিনিটে মাইকেলের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে তারা।
তবে ম্যাচের ৭১ মিনিটে আরও বিপত্তি ঘটে। আব্দুলেলাহ আল আমরি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তবে হাল ছাড়েননি রোনালদো। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকেন তিনি। ম্যাচের ৭৪ মিনিটে দলকে সমতায় ফেরান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। আর তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের নিজের মুন্সিয়ানা দেখান ৩৮ বছর বয়সী রোনালদো। ম্যাচের ৯৮ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোল করেন তিনি। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলের জয়ে শিরোপা উদযাপনে মাতে আল নাসর।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল