কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সমাবেশ ও পদযাত্রা করেছে কুবি শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীদের হাতে ‘স্টপ র্যাংগিং উই আর ওয়াচিং ইউথ, ‘র্যাগিং ও যৌন হয়রানি উভয়ই ফৌজদারি অপরাধ ‘, ডোন্ট র্যাগ;র্যাদার ইন্টারেক্ট’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড লক্ষ্য করা যায়। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন- র্যাগিং, সেক্সুয়াল হারাসমেন্টের বিরুদ্ধে আমরা আজকের কর্মসূচি পালন করছি। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন আগত শিক্ষার্থী ও আবাসিক হল এবং অন্যান্য জায়গায় র্যাগিংয়ের মাধ্যমে মানসিকভাবে হেনস্থা করা হয়, যার কারণে অনেক শিক্ষার্থী অকালে পড়াশুনা পর্যন্ত ছেড়ে দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের(মেয়েদের) হলগুলোতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে আমরা ঘোষিত কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন আগত শিক্ষার্থীদের পরিচিতির নামে যে র্যাগিং করা হয় সেগুলোর বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও স্মারকলিপি দিব।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি