January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:40 pm

লক্ষণ যে কারণে ভারতের কোচ হননি?

অনলাইন ডেস্ক :

কয়দিন আগেই ভারতের কিংবদন্তি টেস্ট ব্যাটার ভিভিএস লক্ষণকে দেশটির জাতীয় অ্যাকাডেমির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার আগে গত নভেম্বরে ভারতের কোচ করে আনা হয়েছে রাহুল দ্রাবিড়কে। তিনি ২০১৫ সাল থেকে বোর্ডের সিস্টেমের সঙ্গে জড়িত ছিলেন। ২ বার জাতীয় দলে পার্ট টাইম ভিত্তিতে কাজ করেছেন। যদিও তিনি মোটেই ভারতের কোচ হতে আগ্রহী ছিলেন না। পরে আইপিএল চলাকালীন দ্রাবিড়কে রাজি করান সৌরভ আর জয় শাহ। বোরিয়া মজুমদারের সঙ্গে সাক্ষাৎকারে সৌরভ সম্প্রতি বলেছেন, ‘দ্রাবিড়কে ভারতের কোচ হিসাবে বহুদিন আমার ভাবনায় ছিল। তবে বাড়ির বাইরে টানা কাটাতে হবে, এমনটা চিন্তা করে দ্রাবিড় মোটেই কোচ হতে চাইছিল না। কারণ ভারতের কোচ হওয়ার অর্থ বছরের ৮-৯ মাসই দেশের বাইরে কাটাতে হবে। তাছাড়া তার ২টি বাচ্চাও আছে।’ সেই সাক্ষাতকারেই সৌরভ ফাঁস করেছেন যে, ভিভিএস লক্ষণ জাতীয় দলের কোচ হতে আগ্রহী ছিলেন। কিন্তু কেন তিনি হলেন না? আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পরে মহাতারকা পার্ট টাইম ভিত্তিতে কোচিং পেশায় নিযুক্ত ছিলেন লক্ষণ। কিন্তু তিনি ফুলটাইম ধারাভাষ্যকার। বিসিসিআইয়ের আইন অনুযায়ী কোচ হতে হলে স্বার্থ সংঘাতের অভিযোগ এড়ানোর জন্য লক্ষ্মণকে ধারাভাষ্যকারের কাজ ছাড়তে হবে। সেই সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসাবেও পদত্যাগ করতে হবে। লক্ষণ আপাতত সেটা চাননি। তবে টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী লক্ষ্মণকে অদূর ভবিষ্যতে জাতীয় দলের কোচ বানানোর সম্ভাবনার কথাও বলেছেন সৌরভ।