January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 8:23 pm

লন্ডনে অস্ত্রধারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

দিনের বেলা মধ্য লন্ডনের ব্যস্ত আবাসিক এলাকার একটি সড়কে একটি ব্যাংক এবং একটি বুকমেকারে অভিযান চালানোর পর এক অস্ত্রধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনা ঘটেছে কেনসিংটনে। অস্ত্রহাতে এক ব্যক্তি ব্যাংক ও বুকমেকারে প্রবেশ করে গত শনিবার বিকেল ৩টার পর পরই। এ ঘটনা ঘটে কেনসিংটন গার্ডেন্স এলাকায়। পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। এ সময় সেখানে পুলিশের কমপক্ষে ৫টি গাড়ি ও অন্য একটি গাড়ি দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পিছু ধাওয়া করে। প্রায় ১৫ মিনিটে তার নাগাল পায় প্যালেস গেটে। এ সময় পুলিশ গুলি ছোড়ে। আহত হয় পলায়ণরত ওই ব্যক্তি। প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা সত্ত্বেও স্থানীয় সময় বিকাল ৪টার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয়। এই ব্যক্তিই ওই অস্ত্রধারী ছিল বলে পুলিশের সন্দেহ। তাকে গুলি করেছে আর্মড পুলিশ অফিসাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায়নি। তার আত্মীয়-স্বজনদের খবর দেয়ার চেষ্টা হচ্ছিল বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিনটি বিকট শব্দ শোনা গেল। অমনি দেখা গেল একজন ব্যক্তিকে সিপিআর পরীক্ষা করছে প্যারামেডিকরা। এ সময় ওই এলাকার ওপর দিয়ে পুলিশের একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। একে পুলিশ তাৎক্ষণিকভাবে সন্ত্রাস বলে মনে করছে না। তবে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।