January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 1:14 pm

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, জানিয়েছেন স্থানীয়রা

ফাইল ছবি

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বুধবার সকালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতরা হলেন- জেলার আদিতমারী উপজেলার মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, কৈমারী বটফর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে গবাদি পশু আনতে সীমান্ত এলাকায় যাওয়া ওয়াসকুরুনি ও আয়নালসহ কয়েকজন বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

—ইউএনবি