চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছেন ১৫ জন যাত্রী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকার গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, রাতে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী এস আলম বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি।
আহতদের নাম পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
বিল গেটস হঠাৎ কেন পরিবহন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন