January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 6th, 2023, 9:29 pm

শচীনের তালিকাতেই নেই পাকিস্তান

অনলাইন ডেস্ক :

ভারতে শুরু হয়েছে ১৩তম বিশ্বকাপের আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কারা, তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ শচীন চমক রেখেই চার সম্ভাব্য সেরা চার দলের নাম জানিয়েছেন। চার সেমিফাইনালিস্ট মাঝে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে রাখেনি তিনি। তবে নিজ দেশ ভারতকে কোনো সন্দেহ ছাড়াই শিরোপার দৌড়ে এগিয়ে রেখেছেন এই কিংবদন্তি। শচীন বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই ভারত শিরোপার অন্যতম দাবিদার। আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ।’ এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নাম। শচীন মনে করেন,

ক্যাঙ্গারু বাহিনীও ভারতের মতো ভারসাম্যপূর্ণ দল।’ তৃতীয় ও চতুর্থ দল নির্বাচন করতে গিয়ে তিনি বলেন, ‘তৃতীয় দল হিসেবে আমার পছন্দ ইংল্যান্ড। তারা এবারও অনেক শক্তিশালী দল। তাদের দলে রয়েছে বেশ কয়েকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়। আর আমার চতুর্থ পছন্দ নিউজিল্যান্ড। গত দুই আসরেই ফাইনাল খেলেছে তারা। আমি তাদের এবারও সেমিফাইনালে দেখছি।’ তিনি আরও বলেন, ‘২০১১ সালের আগে কোনো স্বাগতিক দেশ বিশ্বকাপ জিততে পারেনি। এরপর থেকে প্রতিটি স্বাগতিক দল ঘরের মাঠে বিশ্বকাপ নিজেদের করে রাখছে। এবার ভারত আয়োজক দেশ, তাই আমি আশাবাদী।’