নিজস্ব প্রতিবেদক:
শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার (২২ জানুয়ারী) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত এই এমপির শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও