January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 10:56 am

শরীয়তপুর আমরা রমনী ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (১৮ মার্চ) আমরা রমনী সাথে এশিয়া ফাউন্ডেশনের প্রীতিসম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এশিয়া ফাউন্ডেশনের আগত অতিথিবৃন্দের সাথে অর্ধশতাধিক মহিলা নিয়ে প্রীতিসম্মেলন আয়োজন করা  হয়। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মালিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহন করেন কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবাহাত চৌধুরী, সাদেকা হাসান, সেজুতি এবং মাশরুফা হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে যোগদেন স্বণির্ভর শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি কাজী ফয়সাল বীন সিরাজ, ডিরেক্টর জেনারেল জোনায়েদ জামাল। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, গোসাইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান সহ প্রমুখ। রমনী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন আমরা রমনি আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এমন একটি অঙ্গ সংগঠন যার লক্ষ্য সকল নারীদের অনুপ্রাণিতক করা, সংঘঠিত করা এবং নারীর ক্ষমতায়ন করা।