January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 8:14 pm

শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামির তালগাছ রোপন

ভোলা সদরে তালগাছের বীজ রোপনের শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামি সড়কের পাশে তালগাছের বীজ রোপন করেছে।

প্রবেশন কর্মকর্তা আব্দুল মজিদ শাহ্ তত্ত্বাবধানে মঙ্গলবার বিকালে উপজেলার পরানগঞ্জ সংলগ্ন ভোলা-বরিশাল ভেদুরিয়া সড়কে প্রত্যেক আসামি ২০টি করে মোট ৪০০টি তালগাছের বীজ রোপন করেন।

এর আগে বিকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে ভোলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারিক হাকিম মো. আলী হায়দার শর্তে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে তালগাছের বীজ বিতরণ করেন।

প্রবেশন কর্মকর্তা আব্দুল মজিদ শাহ্ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে শর্তে মুক্তি পাওয়া ২০ জন মাদক মামলার আসামি সড়কের পাশে তালগাছের বীজ রোপন করেছে। এতে করে মুক্তি পাওয়া আসামিরা সামাজিক কাজে উদ্ভুদ্ধ হবেন এবং তাদের ভুলগুলো সুধরাবেন।

—ইউএনবি