January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 29th, 2022, 2:28 pm

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক :

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল নতুন করে সরাসরি শান্তি আলোচনায় বসার জন্য সোমবার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে এসে পৌঁছেছে।
আজ মঙ্গলবার বেসিকতাসের ডলমাবাহসে প্রেসিডেন্ট কার্যালয়ে স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৭৩০) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
যুদ্ধ বন্ধে উভয়পক্ষ বেলারুশে তিনদফা বৈঠক করেছে। চতুর্থ দফায় তারা ভিডিও কনফারেন্স করে।
এদিকে রোববার টেলিফোনে এরদোগান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে অবশ্যই যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা এবং এ অঞ্চলে মানবিক পরিস্থিতির উন্নতি করতে হবে।
এ প্রক্রিয়ায় তুরস্ক সম্ভাব্য সকল উপায়ে তার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।