অনলাইন ডেস্ক :
চলমান বিশ্বকাপে শুরুর চার ম্যাচে দলে সুযোগ পাননি পেসার ভারতীয় মোহাম্মাদ শামি। এরপর সু্যােগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। শামির আগুন ঝরা বোলিংয়ের পর তাকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল ম্যাচে বিধ্বংসী বোলিং করে ৭ উইকেট নেন শামি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে স্বাগতিক দল। ফাইনাল নিশ্চিতের পর মোদি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘অনেকের ব্যক্তিগত পারফরম্যান্স সেমিফাইনালকে আরও বিশেষ করে তুলেছে। আজকের (বুধবারের) ম্যাচ তো বটেই, পুরো বিশ্বকাপজুড়ে শামির অনবদ্য বোলিং ক্রিকেটবিশ্ব চিরকাল মনে রাখবে।
অনবদ্য বোলিং শামি!’ মোদির পাশাপাশি এনসিপি সভাপতি শারদ পাওয়ারও একটি এক্স-এ বিরাট কোহলি এবং মোহাম্মদ শামিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন। এই সাফল্য প্রত্যাশিত ছিল। বিরাট কোহলিকে তার রেকর্ডের জন্য এবং মোহাাম্মদ শামিকে তার দুর্দান্ত বোলিংয়ের জন্য বিশেষ অভিনন্দন। বিশ্বকাপ ফাইনালের জন্য শুভকামনা!’
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম