January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:14 pm

শারীরিক পরীক্ষার জন্য সিঙ্গাপুর যেতে চান ডিপজল

অনলাইন ডেস্ক :

কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলকে। সুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। করোনা সংকটের কারণে গত দুই বছর সিঙ্গাপুরে যেতে পারেননি ডিপজল। অবশেষে শারীরিক পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অজানা কারণে আটকে আছে ডিপজলের ভিসা। বিষয়টি উল্লেখ করে এই অভিনেতা বলেন ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না। করোনা পরিস্থিতির কারণে এটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। করোনার দুই ডোজ টিকাও নিয়েছি। আশা করি, সিঙ্গাপুর অ্যাম্বাসি দ্রুতই আমাকে ভিসা দিয়ে সহযোগিতা করবেন।’ করোনা সংকটের কারণে চিকিৎসার জন্য ব্যাংকক বা ভারতে যেতে চেয়েছিলেন ডিপজল। এখন করোনা সংকট কেটে গেছে, তাই চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুরে যাবেন তিনি। এই খলঅভিনেতা বলেন ‘আমি সিঙ্গাপুরেই চেকআপ করাতে চাই। সেখানকার চিকিৎসা প্রক্রিয়া আমার ভালো লেগেছে। তারা খুব ভালো চিকিৎসা করেছেন। এখন আমার জরুরি চেকআপ করা প্রয়োজন।’