January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 23rd, 2023, 8:48 pm

শাস্তি পাচ্ছেন ভারতের মেয়ে অধিনায়ক

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাটকীয় টাই করে সমতায় থেকে সিরিজ শেষ করেছে ভারত নারী ক্রিকেট দল। এই ম্যাচে এক অঘটনের জন্ম দেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আউট হয়ে আম্পায়ারের ওপর ক্ষিপ্ত হয়ে স্ট্যাম্পে আঘাত করেন। এ ছাড়া ম্যাচ শেষে আম্পায়ার ও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে বাজে মন্তব্য করেন। এমন ঘটনায় ধারণা করা হচ্ছিল বড় কোন শাস্তি পেতে যাচ্ছেন ভারতের অধিনায়ক। এমনকি নিষিদ্ধও হতে পারেন তিনি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির মাত্র ৭৫ শতাংশ জরিমানা হচ্ছে হারমানপ্রীতের। ম্যাচ রেফারি আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪তম ওভারে নাহিয়া আক্তারের বলে ব্যাট করতে থাকেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তার বিপক্ষে ক্যাচ আউটের জোরালো আবেদন ওঠে। তাতে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার তানভীর আহমেদ। আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হারমানপ্রীত। ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে প্রতিক্রিয়া দেখান তিনি। শুধু তাই নয়, ম্যাচ শেষেও আম্পায়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাবে হারমানপ্রীত আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। শেষ ওয়ানডেতে যে ধরনের আম্পায়ারিং হচ্ছিল সেটা আমাদের অবাক করেছে। আবার যখন বাংলাদেশে আসব, তখন নিশ্চিত হয়ে আসব যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে এবং সেই অনুয়ায়ী প্রস্তুত হয়ে আসব। আম্পায়াদের সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।’

ম্যাচ রেফারি আখতার আহমেদ ক্রিকবাজকে বলেন, ‘অনফিল্ডের ঘটনার জন্য (স্ট্যাম্পে আঘাত) তাকে ৫০ শতাংশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজে মন্তব্যের জন্য আরও ২৫ শতাংশ জরিমানার সুপারিশ করা হয়েছে। সেই হিসেবে মাঠের ঘটনার জন্য দুটি ডিমেরিট এবং প্রেজেন্টেশন পার্টির জন্য আরও এক ডিমেরিট পয়েন্ট যোগ হবে হারমানপ্রীতের নামের পাশে। হারমানপ্রীত ছাড়া অন্য কোনো ভারতীয় ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হচ্ছে না।’