January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:05 pm

শিক্ষার্থী ও সমাজকর্মীদের ১ হাজার সাইকেল দিলেন সোনু

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। আটকেপড়া অভিবাসী, বন্যাদুর্গত মানুষ, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গেল দুই বছরের মতো এবারও মানুষকে সহায়তা করছেন তিনি। ভারতবাসীর কাছে সোনু হয়ে উঠেছেন ‘রিয়েল লাইফ হিরো’। নতুন বছরে ‘মগা কি বেটি’ (মগা দি ধি) প্রকল্প নিয়ে হাজির হলেন সোনু। পাঞ্জাবের একটি শহরের নাম মগা। সোনু সুদ ও তাঁর বোন মালবিকা সুদ সাচার মিলে মগার স্কুলের মেয়ে-শিক্ষার্থী ও সমাজকর্মীদের এক হাজার বাইসাইকেল দিয়েছেন। সোনু সুদের এই ক্যাম্পেইনের ফলে মগার আশপাশের ৪০-৪৫ গ্রামের শিক্ষার্থীরা সুবিধাভোগী হবে। আয়োজনে সোনু সুদ বলেন, ওই শিক্ষার্থীদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক। তাই তাদের ক্লাসে উপস্থিত হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এজন্য অষ্টম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়েছেন। একই বাইসাইকেল পাচ্ছেন সমাজকর্মীরাও। সরকারি স্কুলের শিক্ষকেরা এই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তালিকা করেছেন। মালবিকা সুদ নামকরা সমাজসেবী। তিনি সুদ চ্যারিটি ফাউন্ডেশনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।