লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস চলন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল টেস্টের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, রাতে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ওই শিক্ষার্থী জয়দেবপুর স্টেশনে অবস্থান করছিল। তবে ভুল করে লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে।
তিনি আরও জানান, চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই অ্যাটেনডেন্ট তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকালে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চেচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার এবং আক্কাস আলীকে আটক করে।
তিনি জানান, এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫