অনলাইন ডেস্ক :
গেল বছরের শেষের দিকে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই খবরও দিয়েছিলেন অভিনেত্রী। গত শনিবার ছিল সিনেমাটির মহরত অনুষ্ঠান। এই সিনেমা দিয়েই আট বছর পর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর। মহরত অনুষ্ঠানে শাবনূর বলেন, ‘এ সিনেমার জন্য আমার দেশে আসা। অস্ট্রেলিয়া থাকাকালীন এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি। এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি।
দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি।’ দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন তিনি। পর্দায় ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘আমি আসলে এই কামব্যাক শব্দ পছন্দ করি না। শিল্পীদের কামব্যাক বলে কোনো শব্দ নেই। এটা আমি আগেও বলেছি। আমরা যেকোনো সময়ে যেকোনো কাজ করতে পারি। নির্মাতারা যেকোনো সময়ে যেকোনো মুহূর্তে চরিত্র সাজিয়ে দিলে আমরা অভিনয় করতে পারব। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই, তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।’ ‘রঙ্গনা’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন।
নতুন পরিচালকের সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বরাবরই নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমার সঙ্গে আগেও অনেক পরিচালক কাজ করেছে যারা নতুন ছিল। নতুনদের সহযোগিতা করা উচিত। আমি নতুনদেরই পছন্দ করি।’ সিনেমার পরিচালক আরাফাত বলেন, ‘রঙ্গনা সিনেমাটি আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবে। এ সিনেমা আপনাদের হতাশ করবে না ইনশাআল্লাহ।’ এমএস মুভিজের ব্যানারে রঙ্গনা প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। ‘রঙ্গনা’ প্রযোজক জানান, বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে। সিনেমায় শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত