January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 7:21 pm

শুরু হচ্ছে কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

অনলাইন ডেস্ক :

তিন বছর বিরতির পর ফের মাঠে গড়াতে যাচ্ছে ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ’। ৯টি দল নিয়ে আগামী ১ নভেম্বর রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই লিগ। প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, এমপি। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে লিগে অংশ নিবে। গত আসরে ১০টি দল অংশ নিলেও এবার খেলছেনা বর্তমান চ্যাম্পিয়ন কোয়ান্টাম ফাউন্ডেশন। গ্রুপ পর্বের খেলা শেষে ৬ নভেম্বর অনুষ্ঠি হবে স্থান নির্ধারনী ম্যাচ। অপরদিকে ৭ নভেম্বর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই গ্রুপের শীর্ষ দল। ফেডারেশনের দীর্ঘ দিনের সহযোগী মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবারের লিগে ফের পৃষ্ঠপোষকতা দিতে এগিয়ে এসেছে। টুর্নামেন্টের ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ২৬ হাজার টাকা। বুধবার (২৬ অক্টোবর) ফেডারেশনের কনফারেন্স রুমে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কিউট প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, প্রথমবারের মতো এবারের টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড় আনার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি দলে সর্বোচ্চ দুইজন বিদেশী খেলোয়াড় খেলার সুযোগ পাবে। এ সময় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন চপল প্রমুখ।
অংশগ্রহনকারী দল:
গ্রুপ এ:- আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব।
গ্রুপ বি:- নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব, বাংলা ক্লাব, সুর্যোদয় ক্রীড়া চক্র ও মেনজিস ক্রীড়া চক্র।