January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 6:52 pm

শেরপুরে ৯৯৯ এ ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের নালিতাবাড়ীতে ৯৯৯ এ ফোন কল পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। আজ শুক্রবার (৯ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পোড়াগাঁও গ্রামে এ বাল্য বিয়ের আয়োজন চলছিল।
সুত্রমতে জানা যায়, উপজেলার পোড়াগাঁও গ্রামের জনৈক আব্দুল জলিলের ১২ বছর বয়সী কন্যার সাথে পাশ্ববর্তী ধোপাকুড়া গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ আহমেদ খালেক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। পরে কে বা কারা ৯৯৯ এ ফোন করে বিষয়টি প্রশাসনকে অবহিত করলে নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কনের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে ওই বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ১২ বছর বয়সী ওই কন্যা শিশুর জন্ম ২০০২ সালে দেখিয়ে নিবন্ধন বানিয়ে বিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে তাকে বরের বাড়িতে পাঠানোর কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আমরা ৯৯৯ এ কল পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে কন্যা পক্ষের সাথে কথা বলে ওই বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা করেছি।