January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 7:31 pm

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার কালী মন্দিরে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) শেরপুরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পুনাক শেরপুর জেলার সভাপতি সানজিদা হক মৌ এর সভাপতিত্বে ওসি মনিরুল আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। অন্যদের মধ্য থেকে শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, উপজেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, ট্রাইবেল ওয়েল ফেয়ার চেয়ারম্যান নবেশ খুকশী ও রয়েল কোচ প্রমুখ। প্রধান অতিথি পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর উন্নয়নে ও কর্মসংস্থানের জন্যে শেরপুর পুনাক কাজ করবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন পিছিয়ে থাকার সময় না বলে সকলকে উন্নয়নের পাশাপাশি হত দরিদ্র মানুষের পাশে দাড়াঁতে হবে। এ সময় ১০০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীত বস্ত্র কম্বল হাতে পেয়ে বেজায় খুশি হয়েছেন ।