অনলাইন ডেস্ক :
বলিউডের বর্তমান সময়ের অন্যতম শীর্ষ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিজেকে একটি ল্যাম্বরগিনি গাড়ি উপহার দিয়েছেন। লাল রঙের ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকাটির মূল্য প্রায় চার কোটি আশি লক্ষ রুপি। সামাজিক মাধ্যমে ল্যাম্বরগিনি মুম্বাইয়ের কর্মকর্তা পূজা চৌধুরি একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা গেছে। পেছনে লাল ল্যাম্বরগিনিটি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য স্পেশাল। হুরাকান টেকনিকাটি মেধাবী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘একটি সুপারকার শুধু গাড়ি নয়, এটি বাধা অতিক্রমের প্রতীক। নিজের স্বপ্নের পেছনে ছোটার প্রতীক। এরকম একজন হাই-অ্যাচিভিং নারীর হাতে চাবি তুলে দিতে পেরে গর্বিত। প্রত্যেক নারীর জন্য শ্রদ্ধার এই যাত্রা অনুপ্রেরণাদায়ক।’ শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন রণবীর কাপুর। বর্তমানে তিনি ‘স্ট্রি টু’-এর শুটিং করছেন। এতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব