জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রানী শিমুল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, আবু সামা কবির, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সহসভাপতি এমএ মোনায়েম, সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রনি প্রমূখ।
বক্তারা বলেন, গত ৫ এপ্রিল সন্ধ্যায় মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের ভ্যানগাড়ী নিয়ে ভায়াডাঙ্গা বাজারে যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জসিম মিয়া। এসময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ ফুঁসলিয়ে তাকে হাঁসধরা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে ভ্যানটি ছিনিয়ে নেয়ার পর তাকে নির্মমভাবে হত্যা করে। পরেরদিন সকালে জসিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক মাসুদকে আটক করে পুলিশ। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত