অনলাইন ডেস্ক :
চলমান সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানি না রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট কি চান, তাই আমি একটি আলোচনায় বসার প্রস্তাব করছি।’
এদিকে মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়া আলোচনার জন্য স্থান বেছে নিতে পারে।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে ইউক্রেন শুধুমাত্র কূটনৈতিক পথ অনুসরণ করবে।’
তবে এ বিষয়ে ক্রেমলিন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শনিবার পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা ইউক্রেনে একটি পূর্ণ সামরিক সংহতির নির্দেশ দেয়ার কয়েক ঘন্টা পর জেলেনস্কি এসব কথা বলেন।
পশ্চিমা নেতারা ক্রমবর্ধমান ভয়ানক সতর্কবার্তা দিয়েছেন যে, রাশিয়া তার প্রতিবেশির উপর আক্রমণ আসন্ন বলে মনে হচ্ছে।
কয়েক দিনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি এবং অস্ট্রিয়া তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যেতে বলেছে। জার্মান বিমানবাহী সংস্থা লুফথানসা রাজধানী কিয়েভ এবং ওডেসার ফ্লাইট বাতিল করেছে।
কিয়েভে ন্যাটোর লিয়াজোন অফিস জানিয়েছে, তারা কর্মীদের ব্রাসেলস এবং পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তরিত করছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন