January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 2:31 pm

সংলাপে নয়, অনানুষ্ঠানিক বৈঠকে বিএনপিকে আমন্ত্রণ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) বিএনপিকে সংলাপে নয়, বরং অনানুষ্ঠানিক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে।

মঙ্গলবার রাজধানীর ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এভাবে একটি চিঠি দিয়েছিলাম। আমরা সংলাপের আহ্বান করিনি। সংলাপ একটি আনুষ্ঠানিক ব্যাপার।’

এর আগে বৃহস্পতিবার সিইসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় অংশ নিতে একটি আধা-আনুষ্ঠানিক চিঠি পাঠান।

আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত বছর গঠনের পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ করেছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়নি।

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের সরকারের সর্বশেষ কৌশল ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

—-ইউএনবি