প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তাদের কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সক্ষমতা বৃদ্ধিসহ তিনটি লক্ষ্যে মনোযোগ দিতে বলেছেন।
তিনি বলেন,‘আপনাদের উচিত জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা, সাধারণ মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করা এবং এর সদস্যদের মনোবল বৃদ্ধি করা।’
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নগরীর মিরপুর-১০ এলাকায় এফএসসিডি ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সপ্তাহ-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
অগ্নিকাণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে এ সপ্তাহ পালিত হচ্ছে।
শেখ হাসিনা ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২২ পালনের সময় এফএসসিডি সদস্যদের এই লক্ষ্যগুলো মাথায় রাখতে বলেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের জীবন রক্ষার জন্য প্রত্যেকেরই অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ নেয়া উচিত।
তিনি বলেন, ‘আমি মনে করি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কীভাবে নিজেদের রক্ষা করা যায় সে সম্পর্কে শৈশবকাল থেকে আমাদের শিশু ও গৃহিণীদের প্রশিক্ষণ দেয়া খুবই জরুরি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়নে তার সরকার কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় অবহেলিত প্রতিষ্ঠানটিকে সময়ের দাবি অনুযায়ী আমরা এখন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছি।’
——ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও