January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 8:33 pm

সখীপুরে এক ভোট এক ভোট পেয়ে তিনি বুঝলেন ‘কেউ কথা রাখেনি’

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
অনেক স্বপ্ন আর আশা নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে দাঁড়িয়েছিলেন মোখলেছুর রহমান। ভেবেছিলেন নির্বাচিত হয়ে এলাকার জন্য আরও কাজ করবেন। প্রতিবেশী ও ভোটাররাও মনোনয়ন জমা দেওয়ার আগে উৎসাহ আর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসলো, ভোটারদের সেই উৎসাহ, আশ্বাসে ভাটা পড়তে থাকল। নির্বাচনের ফলাফলে তিনি পেলেন মাত্র একটি ভোট। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল এটি। বুধবার (১৫জুন) সন্ধ্যায় ওই ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম। ওই ফলাফলে মোখলেছুর রহমান তালা প্রতীক নিয়ে মাত্র একটি ভোট পান। প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোখলেছুর রহমান তালা প্রতীক নিয়ে একটি ভোট পেয়েছেন। কহিনুর ইসলাম মোরগ প্রতীক নিয়ে ৪৬২ ভোট পেয়ে ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকাবাসী জানায়, মোখলেছুর রহমান বর্তমান ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি প্রতীকসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছেন। বাড়ি বাড়ি ভোটও চেয়েছেন। এক ভোট পাওয়ায় স্থানীয়রা হতভম্ব হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বৃহস্পতিবার দুপুরে এ প্রতিনিধিকে বলেন, এক ভোট পাওয়া প্রার্থী মোখলেছুর রহমান নির্বাচন থেকে সরে দাড়ানোর কোনো প্রত্যাহারপত্র দেননি।
তবে একমাত্র পাওয়া ভোটটি নিজে দিয়েছেন বা তাকে কে দিয়েছে এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে বহুবার বর্তমান ইউপি সদস্য মোখলেছুর রহমানের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।