জেলা প্রতিনিধি, টাঙ্গাইল :
টাঙ্গাইলের সখীপুরে পাঁচটি তুলার দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম আদালত পরিচালনা করেন। এ সময় রোজা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলামের প্রায় দুই টন বিষাক্ত তুলা পুড়িয়ে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, পৌরসভার জামতলা এলাকায় রোজা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পোশাক শিল্পের পরিত্যক্ত ঝুট বা কাপড়ের অংশ দিয়ে তৈরি করা তুলা বিকল্প গোখাদ্য বিক্রি করে আসছিল। তিনি উপজেলাজুড়ে খুচরা ও পাইকারী বিক্রি করতো। তিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডে মৃত আবদুল গণির ছেলে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির বলেন, তোলা অখাদ্য এবং বিষাক্ত। এটি খেলে খাদ্যে বিষক্রিয়ায় পশু মারা যেতে পারে। যা মানবদেহের জন্যও মারাত্মক ক্ষতিকর। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, পশুর বিষাক্ত খাদ্যের পাঁচটি তুলার দোকান সিলগালা করা হয়েছে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই টন তুলা পুড়ানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে সখীপুর উপজেলার বিভিন্ন হাট বাজার, গ্রাম ও নিভৃত পল্লী এলাকায় ব্যাপকভাবে গোখাদ্যের বিকল্প বিষাক্ত তুলা বিক্রি করা হচ্ছে। অল্প দাম হওয়াতে খামারী ও সাধারণ কৃষকরা গোখাদ্যের বিকল্প বিষাক্ত তুলা কিনে গরু-ছাগলকে খাওয়াচ্ছে।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ