January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 1st, 2022, 7:09 pm

সবচেয়ে বড় ক্যানভাসের সিনেমায় আনুশকা

অনলাইন ডেস্ক :

অনেকদিন বড় পর্দা থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। কবে আবার অভিনয়ে ফিরবেন তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে জল্পনা- কল্পনা। আর এই মধ্যে শোনা গেলো নতুন একবারে তিনটি সিনেমা নিয়ে আসছেন অভিনেত্রী। তার মধ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা যা এখন পর্যন্ত ওটিটির সবচেয়ে বড় ক্যানভাসের সিনেমা হতে চলেছে। গেলো বছর মা হয়েছে আনুশকা শর্মা। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তবে নতুন বছরে ভক্তদের সুখবর দিচ্ছেন এই বলিউড অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে আনুশকার যে সিনেমা তৈরি হচ্ছে ভারতের ডিজিটাল স্পেসে এমন বিগ বাজেট সিনেমা এখন পর্যন্ত হয়নি। যদিও সিনেমা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে খুব দ্রুত প্রজেক্ট ঘোষণা করার কথা রয়েছে। বরাবরই ভিন্নধর্মী কাজ করার জন্য প্রশংসিত হয়ে আসছেন আনুশকা। অন্তঃসত্ত্বা থাকাকালীন যে সব পোশাক পরেছিলেন, সেগুলি অনলাইনে বিক্রির করেছেন তিনি। এর থেকে যে অর্থ উঠেছে তা দান করেছেন স্নেহা ফাউন্ডেশনে।