January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 12th, 2025, 8:35 pm

সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে : আসিফ মাহমুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বর্তমান অর্ন্তবর্তী সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে উন্নতি ঘটেছে।
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো যারা এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর এই নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে, এজন্য সকল মহলকে কাজ করতে হবে। আগের যে ইভিল প্র্যাকটিস ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই।

তিনি আরো বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্তভাবে চলতে পারে। আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই। বাংলাদেশের সকলকে আহ্বান জানাচ্ছি কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি চাঁদা চায়, তবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন।

আপনারা ট্রিপল নাইনে (৯৯৯) কল করবেন।’

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়।